এসো পঁচিশে বৈশাখ..... রবীন্দ্র জন্ম জয়ন্তী
পঁচিশে বৈশাখের কবিতা (দ্বিতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


এসো হে আবার পঁচিশে বৈশাখ
নব নব রূপ সাজে,
জন্ম দেহ এক নব বিশ্বকবি
এই বসুধার মাঝে।


হে মহান কবি তুমি বিশ্বকবি
মানব প্রেমিক তুমি,
পঁচিশে বৈশাখ শুনি তার ডাক
কান পেতে তাই শুনি।


আসিলে ধরায়, এই বসুধায়
মানুষেরে ভালবেসে,
সবার হৃদয়ে আছো তুমি কবি
জাতি ধর্ম নির্বিশেষে।


বাংলার কবি বাঙালির কবি
তুমি যে বিশ্বের কবি,
তব বন্দনায় সারা বসুধায়
কিরণ ছড়ায় রবি।


এসো হে আজিকে যুগান্তের কবি
বিশ্বজুড়ে তব আহ্বান,
শুনি সেই ডাক পঁচিশে বৈশাখ
গাহে তব জয়গান।


আবার আসুক পঁচিশে বৈশাখ
এই ধরণীর তলে,
মহা মানবের এ সাগরতীরে
আসমুদ্র হিমাচলে।

****************

এসো হে পঁচিশে বৈশাখ
কবিপ্রণাম আমার কবিতা
কবি- লক্ষ্মণ ভাণ্ডারী


বাংলার কবি বাঙালির কবি
তুমি যে বিশ্বের কবি,
বাংলার আকাশে বাংলার বাতাসে
চির উদ্ভাসিত রবি।


মনের গহনে প্রাণের স্পন্দনে
রচিলে কবিতা গান,
বিশ্বকবি তুমি তুমি কবিগুরু
তোমায় জানাই প্রণাম।

বাংলার মাটি বাংলার জল
বাংলার মানুষ জন,
সবাকারে তুমি ভালবাসা দিয়ে
করিলে তব আপন।

হে বিশ্ব বরেণ্য তুমি কবিপ্রতীম
দিলে কাব্য গাঁথা মালা,
তব সুমধুর গানে দিলে সুর
সাজালে গানের ডালা।

আসে দেখো ওই পঁচিশে বৈশাখ
দিকে দিকে শুনি আহ্বান,
হে বিশ্বের কবি তুমি রবি ঠাকুর
তোমারে জানাই প্রণাম।

************
কবি স্মরণে কবির শব্দরাশি দিয়ে লেখা তাঁরই অনুকরণে বিশ্বকবিকে কবিপ্রণাম জানিয়ে--


কবির জন্মদিনে আমার কবিতা
কবিগুরু প্রণাম

"আজি পঁচিশে বৈশাখ"
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

আজি শুভ জন্মদিন  দিকে দিকে বাজে বীন
ওঠে বেজে সঙ্গীতের সুর,
আজি পঁচিশে বৈশাখ শুভ দিনে শুনি ডাক
বিশ্বকবি রবীন্দ্র ঠাকুর।

তুমি যে বিশ্বের কবি, চির উদ্ভাসিত রবি,
বিশ্বজুড়ে খ্যাত তব নাম,
আজি পঁচিশে বৈশাখ, দিকে দিকে বাজে শাঁখ
কবি লহ মোদের প্রণাম।

রবীন্দ্র সঙ্গীতে তব চিত্তে জাগে আশা নব
বেজে ওঠে সুরের ঝঙ্কার,
তুমি যে কবির সেরা প্রণাম জানাই মোরা
বিশ্বকবি তুমি বসুধার।

নোবেল বিজয়ী তুমি, ধন্য তব বঙ্গ ভূমি,
বিশ্বকবি তুমি যে মহান,
আজ পূণ্য শুভ দিনে এসেছিলে এ ভুবনে
লহ কবি সশ্রদ্ধ প্রণাম।