বসন্তের রং লাগে...... রাঙিয়ে দিয়ে যাও
দোল পূর্ণিমার কবিতা (দ্বিতীয় পর্ব)
কলমে-কবি লক্ষ্মণ ভাণ্ডারী
বসন্তের আগমনে মৃদুমন্দ সমীরণে
রবির কিরণে হাসে ধরা,
ফুটিল লাল শিমূল ফুটিল পলাশ ফুল
লাগে অপরূপা মনোহরা।
দোল এসে গেল কাছে একদিন বাকি আছে
জুটিয়া পাড়ার সব ছেলে
বসন্তের রং লাগে সবার পুলক জাগে,
আনন্দে সবাই রং খেলে।
খোকা খুকি ছেলে বুড়ো একসাথে হয় জড়ো
মিলেমিশে সবে খেলে রং,
সারাদিন কাটে বেলা রং আবীরের খেলা
রং মাখে কেহ সাজে সং।
এসো এসো এসো সবে আজি রং খেলা হবে
সবারে মোরা করি আহ্বান,
বর্ষে বর্ষে দোল আসে রং খেলে সবে হাসে
লিখে কবি লক্ষ্মণ শ্রীমান।