অজয়ের ঘাটে ধর্মশীলা মেলা (বিবিধ কবিতা)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
অজয়ের ঘাটে বসেছে আজিকে
মকর ধর্মশীলা মেলা,
পুতুলের নাচ ও ম্যাজিকের শো
আর সার্কাসের খেলা।
মনোহারী আর খেলনার দোকান
বসেছে নদীর চরে,
সকাল হতেই কত জন সমাগম
আজ সারাদিন ধরে।
কেহবা কিনে তালপাতার বাঁশি
চিরুনী আর আয়না,
বায়না খুকুর কিনবে পুতুল
আর কিছু সে চায় না।
রাঙাপথ ধরে গরুগাড়ি চড়ে
আসে কত লোকজন,
সারা দিন ধরে কেনাকাটা করে
তবু ভরে না তো মন।
মেলা ভেঙে যায় সাঁঝের বেলায়
সকলেই ফিরে ঘরে,
ঘাট হয় নির্জন নাহি লোকজন
অজয় নদীর চরে।
বর্ষে বর্ষে আসে ধর্মশীলা মেলা
অজয় বহিয়া যায়,
কাব্যের কাণ্ডারী লক্ষ্মণ ভাণ্ডারী
লিখে তার কবিতায়।