কার্তিকে ধানের খেতে......... নবান্নের ধান
ধান কাটার গান (ষষ্ঠ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

কার্তিক আসিল যবে পাখিদের কলরবে
শুনি নব হেমন্তের গান,
হিমের পরশ লাগে তরুশাখে পাখি জাগে
প্রফুল্লিত হয় মনপ্রাণ।

হেমন্তের গান গেয়ে চাষী চলে কাস্তে নিয়ে
সারাদিন মাঠে কাটে ধান,
ধান কাটি আঁটি বাঁধে ধান বোঝা লয়ে কাঁধে
চলে বাড়ি গাঁয়ের কিষাণ।

রাঙাপথে সারি সারি ধায় দ্রুত গরুগাড়ি
দুধারে সোনা ধানের মাঠ,
ধানের বোঝাই গাড়ি চাষী নিয়ে আসে বাড়ি
ছাড়িয়া অজয় নদীঘাট।

গাঁয়ের কাজল দিঘি জল করে ঝিকিমিকি
গাঁয়ের বধূরা করে স্নান,
স্নান করা হলে পরে চলে রাঙাপথ ধরে
লিখে কবি লক্ষ্মণ শ্রীমান।