কার্তিকে ধানের খেতে......... নবান্নের ধান
ধান কাটার গান (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
চাষীদের গানে সাড়া দেয় প্রাণে
ধান পাকে মাঠে মাঠে,
আজি এ প্রভাতে লয়ে কাস্তে হাতে
চাষী সব ধান কাটে।
রাঙাপথ ধরে রাঙাশাড়ি পরে
রাঙাবধূ ঘাটে চলে,
কার্তিক এসেছে শালুক ফুটেছে
নয়ন দিঘির জলে।
গ্রাম সীমানায় দূরে দেখা যায়
অজয় নদীর চর,
সুনীল আকাশে শঙ্খচিল ভাসে
পাখায় করিয়া ভর।
অজয়ের চরে একতারা ধরে
বাউলেরা গায় গান,
রাখালিয়া সুরে বাজে বাঁশি দূরে
মাঠে মাঠে সোনা ধান।
দিবা অবসানে পশ্চিমের পানে
দিগন্তে লুকায় রবি,
নামিল আঁধার গাঁয়ে চারিধার
লিখিল লক্ষ্মণ কবি।