পুজোর সানাই বাজে.... আনন্দে হৃদয় নাচে
দেবী পূজার কবিতা (দ্বিতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

শারদীয়া দুর্গাপূজা আসেন মা দশভূজা
পাঁচটি দিনের তরে ভবে,
ষষ্ঠী সপ্তমী অষ্টমী, নবমী আর দশমী
কাটে খুশি আর কলরবে।

পূজায় নতুন বেশ মোদের মানাবে বেশ
রিনু মিনু দুই বোন নাচে,
এবার পূজায় খুশি মোদের আনন্দ বেশি
কহে গিয়া জননীর কাছে।

গত বর্ষ এই দিনে পিতা এনেছিল কিনে
আমাদের জামা ও কাপড়,
পিতৃস্মৃতি মনে পড়ে দুই চোখে অশ্রু ঝরে
দুই বোন কাঁদিয়া কাতর।

পূজা আর দেরি নাই ফ্রক আর জামা চাই
বিধবা মায়ের চোখে জল,
হয়নিকো ফ্রক কেনা দিনে দিনে বহু দেনা
ভাগ্য বিপর্যয়ে এই ফল।

স্বামী হারানোর স্মৃতি ব্যথা ক্রন্দন গীতি
বুক ফাটে, মুখে নাহি ফুটে,
দেবীর মন্দির মাঝে শঙ্খ ঘন্টা কাঁসি বাজে
ঢাকীদের ঢাক বেজে উঠে।