সবারে করি আহ্বান। আসুন, মহাশক্তির আরাধনায় আমরা সকলেই সমবেতভাবে দেবীর সম্মুখে প্রার্থনা করি, অশুভের বিরুদ্ধে শুভের বিজয় হউক। বাংলা কবিতা আসরের সকল কবি ও সহৃদয় পাঠকগণকে জানাই শুভ দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন।সাথে থাকুন, পাশে রাখুন। জয়গুরু!!!


মহাশক্তির আরাধনায়  দেবী বন্দনা
শ্রী শ্রী মহাষষ্ঠী পূজা (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


দুর্গা মহা ষষ্ঠী আজি দেবীর বোধন,
মর্ত্তধামে আজি দেবী করে আগমন।
কার্তিক গণেশ আর লক্ষ্মী সরস্বতী,
মাতার সহিত আসে সন্তান-সন্ততি।


সুসজ্জিত ফুলমালা তাহে আম্রশাখা,
দেবালয় চারিপাশে আলপনা আঁকা।
শোভিছে মঙ্গল ঘট সম্মুখে দেবীর,
ধান্য দূর্বা ফুলমালা ঘটে দেয় নীর।


সজ্জিত বরণ ডালা কুমকুম আর,
ধূপদীপ নৈবেদ্যাদি রাখে চারিধার।
জয়ন্তী অপরাজিতা অশোক সহিতে,
নব-পত্রিকা বন্ধন পাটের রজ্জুতে।


যুগ্ম বিল্ব ফল আর কদলীর ছাল,
পঞ্চশস্য পঞ্চগব্য দিয়ে চারিফাল।
পাটরজ্জু দিয়ে করে পত্রিকা বন্ধন,
কলাবধূ পাশে তার দেব গজানন।


দেবীর বোধন আজি পূণ্য শুভক্ষণ,
মহাষষ্ঠী কাব্য লিখে শ্রীমান লক্ষ্মণ।