ক্রিসমাস উত্সবের কবিতা (ধর্মীয় কবিতা)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

ক্রিসমাস উত্সবে মাতে সবে কলরবে
গীর্জাঘরে ঘন্টাধ্বনি হয়,
ক্রিসমাস বড়দিন বেজে উঠে সুরে বীণ
পুলকিত সবার হৃদয়।

আজি পূণ্য শুভদিনে নানা উপহার কিনে
স্যান্টাক্লজ দেন উপহার,
অপরূপ লাগে ভারি শোভিত ক্রিসমাস ট্রি
গীর্জাঘরে আলোর বাহার।

সবে মিলি একসাথে আনন্দেতে কেক কাটে
করা হয় কত আয়োজন,
সকলের সাহচর্যে নিশাকালে নৈশভোজে
সবাকারে করে আমন্ত্রণ।

হে প্রভু সদয় হও সবাকার পাপ লও
অনন্ত জীবন করো দান,
হে প্রভু তুমি মহান করি তব জয়গান
গাহে কবি লক্ষ্মণ শ্রীমান।