এসে গেল পৌষমাস.... ক্রিশ্চানদের ক্রিসমাস
শীতের কবিতা মালা (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

রাঙাপথে তরুশাখী
শীতের কুয়াশা মাখি
শীতের সকাল বুঝি হয়,

পূবেতে অরুণ রবি
রচিল রঙিন ছবি
সুশীতল সমীরণ বয়।

পৌষমাসে খুব শীত
পাখিসব গাহে গীত
সুশীতল বহে সমীরণ

গীর্জায় সকাল সাঁঝে
অবিরাম ঘন্টা বাজে
প্রফুল্লিত সবাকার মন।

ক্রিসমাস আগমনে
ধরণীর প্রতি কোণে
হাসি গান কত কলরব,

পথে কত লোক চলে
একসাথে সবে বলে
হ্যাপি ক্রিসমাস উত্সব।

গীর্জায় ঘন্টার ধ্বনি
কানপেতে আমি শুনি
পুলকিত কবির হৃদয়।

আজি পূণ্য শুভক্ষণ
কহে কবি শ্রীলক্ষ্মণ
প্রভু যীশুর হউক জয়।