এসে গেল পৌষমাস.... ক্রিশ্চানদের ক্রিসমাস
শীতের কবিতা মালা (দ্বিতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
শীতের কুয়াশা মাখা
নিশির শিশিরে ঢাকা
মাঠের সবুজ দুর্বা ঘাস,
ক্রিসমাস উত্সব,
ঘরে ঘরে কলরব
আসিল পবিত্র ক্রিসমাস।
পৌষমাসে খুব শীত
পাখিসব গাহে গীত
সুশীতল সমীরণ বয়,
গীর্জায় সকাল সাঁঝে
অবিরাম ঘন্টা বাজে
প্রভুর প্রার্থনা গীত হয়।
রাঙাপথে চলে গাড়ি
দূর গাঁয়ে দেয় পাড়ি
নদীঘাট পার হয়ে যায়,
গ্রাম সীমানার কাছে
এক গীর্জাঘর আছে
প্রভাতে প্রার্থনা শোনা যায়।
অজয় নদীর ঘাটে
অলস দুপুর কাটে
নদীচরে পড়ে আসে বেলা,
পথে কত লোক চলে,
পাখিদের কোলাহলে
সাঙ্গ হয় দিবসের খেলা।
রাত্রে কত জ্বলে আলো
গীর্জা ঘরে যাই চলো
সবাকারে করি আহ্বান,
হাসি গান কলরবে
উত্সবে মাতি সবে
লিখে কবি লক্ষ্মণ শ্রীমান।