এসে গেল পৌষমাস.... ক্রিশ্চানদের ক্রিসমাস
শীতের কবিতা মালা (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
এসে গেল পৌষমাস
ক্রিশ্চানদের ক্রিসমাস
শীতের সকাল ভাল লাগে,
অদূরে গীর্জার মাঝে
ঘন ঘন ঘন্টা বাজে
হৃদয়ে পুলক তাই জাগে।
রাতি হলে অবসান
প্রভাত পাখির গান
তরুশাখে পাখি গীত গায়,
গীর্জার ঘন্টার ধ্বনি
আমি কান পেতে শুনি
গীর্জায় প্রার্থনা শোনা যায়।
শীতকালে পৌষমাসে
শীতের সকাল হাসে
পূবেতে উঠিল সোনা রবি,
গীর্জাঘর সুসজ্জিত
ক্রিসমাস ট্রি শোভিত
হেরি নব অপরূপ ছবি।
এসে হিন্দু মুসলমান,
বৌদ্ধ, জৈন ও ক্রিশ্চান
সবারে আমি করি আহ্বান,
জাতিধর্ম নির্বিশেষে
মানুষেরে ভালবেসে
লিখে কবি লক্ষ্মণ শ্রীমান।
এসো প্রভু যীশু এসো
আমাদের ভালবাসো
দাও প্রভু অনন্ত জীবন,
লক্ষ্মণ ভাণ্ডারী কয়
ধর্মে যেন মতি রয়
কহে কবি শ্রীমান লক্ষ্মণ।