ভালোবাসা চিরন্তন চলে আসছে অনন্তকাল থেকে চলবে অনাদিকাল পর্যন্ত। মানুষ যখন বিশ্ব ভালবাসা দিবস সম্পর্কে জানত না, তখন পৃথিবীতে ভালবাসার অভাব ছিলনা। আজ পৃথিবীতে ভালবাসার বড় অভাব। তাই দিবস পালন করে ভালবাসার কথা স্মরণ করিয়ে দিতে হয়! "বিশ্ব ভালবাসা দিবস" বা ''Valentine Day'' এর মানে এই নয় যে তা জমা করে ১৪ ই ফেব্রুয়ারী পালন করতে হবে। আমরা মানুষকে ভালোবাসব প্রতিটি ক্ষণে, প্রতিদিন, প্রতিটি কাজে। আমি বলছিনা আমাকে ভালোবাসতেই হবে, তবে আমি চাই কেউ একজনআমার জন্য অপেক্ষা করুক। তাই আসুন ভ্যালেন্টাইন ডে কে বরণ করি একরাশ ভালোবাসা দিয়ে। আর ভালোবাসার জয়গানে মুখরিত করি আমাদের চারিদিক। মানুষকে ভালোবেসে গাই মানবতার জয়গান। তাহলে ১৪ই ফেব্রুয়ারি ভালোবাসার দিন হিসাবে পবিত্র সম্মানে সমুজ্জ্বল থাকবে। সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা।
বিশ্ব ভালোবাসা দিবসের কবিতামালা
একটি গোলাপের কান্না (বিবিধ কবিতা)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
একটি গোলাপের বিনিময়ে বন্ধত্ব কিনেছিলাম।
সেদিন বুঝিনি বা বোঝার চেষ্টাও করি নি
যে গোলাপের গায়ে কাঁটা আছে।
ভালবাসার কাঁটা আজও আমার গলায় বিঁধে আছে।
গাঁয়ের মেয়ে কাজলকে আমি ভুলে গেছি।
আজ আমার একমাত্র সাথী__
সোফিয়া, জুলিয়েট মার্থা, বিউটি ক্যুইন
মিস এলিজা ইসাবেল।
......
কোন এক কুক্ষণে এসেছিল
অভিশপ্ত ভ্যালেন্টাইন ডে।
এই দিনে শুধুমাত্র শত সহস্র
তরুণ তরূণীরাই বিপন্ন হয় নি।
ভেঙে গেছে দেশ।
মৃত্যু হয়েছে ভালবাসার।
পাশ্চাত্য সভ্যতার অনুকরণ করতে গিয়ে
আজকের দেশ অনেক নীচে নেমে গেছে।
আজও ভালবাসার নদীতে ভেসে ওঠে
বুলেটবিদ্ধ তরুণ-তরুণীর মৃতদেহ।
রাতের অন্ধকারে এই ধরণীতে
বহু অপরিশ্রুত ভ্রূণের জন্ম দেয়
অল্পবয়সী প্রেমিক-প্রেমিকারা।
অন্ধকার চোরা গলি পথে
ঘোরাফেরা করে আঁধারের মুসাফির।
ভালবাসার শকুনের দল পবিত্র ভালবাসা
পান করে সবুজ পেয়ালায়।
ভালবাসার রঙিন চশমা পরলে
গোটা বিশ্বকে সবুজ দেখায়।
তবে কি সত্যিই
ভালবাসা মরে গেছে !!! ???
অথচ আজও কামনার রাঙা গোলাপ
হাতে নিয়ে অধীর আগ্রহে
অপেক্ষা করে তরুণ তরুণীর দল
অভিশপ্ত এই দিনটির জন্যে।
ভালবাসার কেনা বেচা শুরু হয়
একটি গোলাপের বিনিময়ে।
ওরা ভুলে যায়-
সতী সাবিত্রীর দেশ এই ভারতবর্ষ।
গার্গী, মৈত্রেয়ী, খনা, লীলাবতী
সীতা আর অরুন্ধতী।
বীনা দাশ, কল্পনা দত্ত প্রীতিলতা ওয়েদ্দার।
বৃটিশ সিংহের বিরুদ্ধে ওরা অগ্নিকন্যা
হয়ে জ্বলেছিল। কিন্ত আজকের দিনে
তরুণীরা বিউটি ক্যুইন সেজে
তরুণদের অবচেতন মনে
জাগায় কামনার ইন্ধন।
শুধু একটি গোলাপের বিনিময়ে।
............
দিন চলে যায়। রাত আসে... এখন অনেক রাত।
......রাতের আঁধারে একলা গোলাপ শুধু কাঁদে।
******************
বিশ্ব ভালোবাসা দিবসের কবিতা
ফাগুন রাঙানো শিমূল পলাশ
কলমে-লক্ষ্মণ ভাণ্ডারী
ফাগুন রাঙানো শিমূল পলাশ
বসন্তের রং মাখে,
বসন্তের দূত কুহু কুহু তানে
আম্রশাখে বসি ডাকে।
কুসুম কাননে ফুলকলি ফুটে
অলিরা করে গুঞ্জন,
তরুশাখে হেরি নব কিশলয়
হৃদয়ে জাগে স্পন্দন।
অজয়ের চরে বসি খেলা করে
শালিকেরা ঝাঁকেঝাঁকে,
শাল, পলাশ ও শিমূলের বন
অজয় নদীর বাঁকে।
ফাগুন রাঙানো বসন্ত প্রভাতে
উঠিল সোনার রবি,
বসন্তের রঙে বসুন্ধরা সাজে
হেরি অপরূপ ছবি।
মহুলের বনে মহুল তলায়
বাতাসের নেশা লাগে,
ফাগুন রাঙানো বসন্তে আজিকে
হৃদয়ে পুলক জাগে।
***********
ভারতবর্ষ সহ সমস্ত পাশ্চাত্যের দেশগুলিতে নব কলেবরে পালিত হচ্ছে পবিত্র ভালবাসা দিবস। ভালবাসা মানে প্রেম আর প্রেম মানে প্রতিশ্রুতি, অঙ্গীকার, বিশ্বাস। এই পবিত্র ভালবাসাই আমাদের সম্পর্ককে সুন্দর করে তোলে। ভালবাসার দাম অনেক, তাই দামী দামী গোলাপ কিনে প্রেমীরা তার প্রিয়জনদের গোলাপ উপহার দেয়। কিন্তু গোলাপ তো আমরা দিই, কিন্তু তা সত্ত্বেও জীবনটা দুঃখময় হয়ে যায়। অবসাদ, বিরক্তি ঠিকভাবে খুশিতে থাকতে দেয় না। কারণ খুশিতে থাকতে গেলে সবচেয়ে বেশি প্রয়োজন নিজেদের মধ্যে কিছু দেওয়া নেওয়া, তা সে শুভ্র ধুতুরা ফুল হোক বা রক্ত গোলাপই হোক। আর তাহলে প্রগাঢ় হবে ভালবাসা, তাহলেই দৃঢ় হবে আত্মবিশ্বাস, সুন্দর হবে দুটি মন, দুটি হৃদয়।
ভালবাসা দিবসে গোলাপ বিনিময়,
দুটি মন এক হয় অভিন্ন হৃদয়।
গোলাপের ভালবাসা চিরস্থায়ী হয়,
প্রিয় হলে তারে সবে ভালবাসা কয়।
গোলাপের বিনিময়ে হয় ভালবাসা,
মনে জাগে নব প্রেম নব নব আশা।
প্রেমের গোলাপ যদি দেয় প্রিয়জনে,
বিনিময়ে হৃদয়ের ভালবাসা কেনে।
ভালবাসা বাজারেতে হৃদয় বিক্রয়,
কাঁটাযুক্ত গোলাপের বিদীর্ণ হৃদয়।
ভালবাসা কাঁটা হয়ে যদি বিধে যায়,
আত্মহত্যা ছাড়া আর অন্য পথ নাই।
কাঁটা ভাবি চিন্তা সবে কর অকারণ,
গোলাপ বিহীনে ব্যর্থ মানব জীবন।
সময় থাকিতে সবে হও সাবধান,
কবিতা লিখিল কবি লক্ষ্মণ শ্রীমান।
বিশ্ব ভালবাসা দিবসে আমার পূর্ব প্রকাশিত
একটি কবিতা উপহার
আমার যত ইচ্ছাই থাকুক না কেন, আমি শুধু তোমাকেই চাই।
আমি যতই রাগ করি না কেন, ভালোবাসা তুমি,
স্বপ্ন যাই হোক না কেন, তুমি তাতে আছো!
শুভ ভালোবাসা দিবস ভালোবাসা!
৩- চোখের গভীরতা বুঝতে পারছি না
ঠোঁট দিয়ে কিছু বলতে পারছি না।
আমার হৃদয়ের অবস্থা তোমাকে কিভাবে বলবো?
তুমিই সেই যাকে ছাড়া আমরা বাঁচতে পারি না।
শুভ ভালোবাসা দিবস!
৪- আমি শুধু বসে বসেই হারিয়ে যাই
এখন আমি প্রায়শই আমি নই, আমি তুমি।
শুভ ভালোবাসা দিবস প্রিয়।
৫- তুমি কিছুক্ষণের জন্য চলে গেছো,
কিন্তু আমরা প্রতি মুহূর্তে কাছাকাছি,
এক মুহূর্তের জন্যও তোমাকে কিভাবে ভুলতে পারি,
যখন ভালোবাসা সারা জীবনের জন্য।
শুভ ভালোবাসা দিবস!
৬- দেখো, আবার ভালোবাসার মরশুম এসে গেছে।
সাথে করে এনেছে অনেক উপহার আর ভালোবাসায় ভরা এক দৃশ্য
এখন তোমার সব কাজ ছেড়ে দাও।
দেখো, একটা ভালোবাসার বার্তা এসেছে।
শুভ ভালোবাসা দিবস!
৭- তোমার আগমনে আমার জীবন অনেক সুন্দর হয়ে উঠেছে।
আমি শুধু তোমার মুখ আমার হৃদয়ে রেখেছি।
ভুল করেও আমাদের ছেড়ে কখনো যেও না।
কারণ আমাদের প্রতিটি পদক্ষেপে আপনাকে প্রয়োজন।
শুভ ভালোবাসা দিবস!
৮- তোমার নামটা আমার পছন্দ।
আমার নামের মতো
সুন্দর সকাল হোক।
সুন্দর সন্ধ্যা কাটুক!
শুভ ভালোবাসা দিবস!
৯- যখন আমি কিছু ভাবি, তখন শুধু তোমার কথাই ভাবি,
আমি কিছু বললেই তোমার নাম উঠে আসে।
আর কতদিন আমার অনুভূতিগুলো লুকিয়ে রাখবো,
তোমার প্রতিটি অঙ্গভঙ্গি আমাদের খুব ভালো লাগে!
শুভ ভালোবাসা দিবস প্রিয়!
১০- তুমি আমার মুখের হাসি।
তুমি আমার হৃদয়ের প্রতিটি সুখ।
তুমি আমার ঠোঁটের হাসি,
এই যার জন্য আমার হৃদয় স্পন্দিত হয়
তুমি আমার জীবন...
শুভ ভালোবাসা দিবস!