বিসর্জনের বাজনা বাজে (ছড়া কবিতা)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
বিসর্জনের বাজনা বাজে,
দুর্গামায়ের মন্দির মাঝে।
ঢ্যাং কুড় কুড় বাজে ঢাক,
বাজছে কাঁসর ঘন্টা শাঁখ।
দশমী এলেই শেষ পূজা,
কৈলাসে যান দশ-ভূজা।
অজয়ের জলে বিসর্জন,
দুঃখে কাঁদে সবার মন।
অজয় নদী ঘাটের বাঁকে,
শাল পিয়ালের বন থাকে।
সাঁওতালীরা মাদল বাজায়,
মহুল তলায় হাঁড়িয়া খায়।
সবাই আসে নদীর চরে,
দুর্গা মাকে প্রণাম করে।
ঘাট ভরে উঠে কলরবে,
আসছে বছর আবার হবে।
বিসর্জনের বাজনা বাজে,
সবাই ফিরে আসে সাঁঝে।
প্রতিমা হলো বিসর্জন,
লিখলো কবি শ্রীলক্ষ্মণ।