বিদ্রোহী কবির গান -বিপ্লবের বর্ণমালা
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
আমি সুকান্ত, বিপ্লবী কবি, আমি বিদ্রোহের বহ্নি-শিখা,
আমি নজরুল, ললাটে আমার জ্বলে অরুণ রক্ত-টীকা।
আমি বৈশাখের এলোকেশী ঝড়, প্রচণ্ড রুদ্র দাবানল,
মোর কাব্যে লিখে যাই আমি ক্ষুধিতের কান্না অশ্রুজল।
একমুঠো ভাত শুধু পোড়ারুটি খেয়ে যাদের দিন কাটে,
আমি বুভুক্ষার নিষ্ঠুরকবি ওদের দুঃখে মোর বুক ফাটে।
মোর অশান্ত লেখনী বিদ্রোহী হয়ে ক্ষুধিতের কথা বলে,
সর্বহারার হাহাকার আর কান্না লিখে রাখে প্রতি পলে।
আমি বিধবার ক্রন্দনের শ্বাস প্রাণ খোলা হাসি উল্লাস,
আমি নব বসন্তের প্রস্ফুটিত অরুণ শিমূল রক্ত পলাশ।
আমি দুরন্ত ঝটিকা বিক্ষুব্ধ তিমির রাত্রির বিজুলি ধারা,
আমি অজয়তটিনী স্রোতের টানে ছুটে চলি পাগলপারা।
আমি বিদ্রোহের ধ্বজা ধরি হাতে, বিদ্রোহের গান গাই,
আমি ধ্বংসের নিশান প্রণব বিষাণ বিষের বাঁশি বাজাই।
আমি বিপ্লবী বিদ্রোহী কবি তাই বিদ্রোহের কবিতা লিখি,
কবির কলমে, কান্না আর ঘামে, বিপ্লবের বর্ণমালা শিখি।