গোলাপের বিনিময়ে ভালবাসা (শুভ গোলাপ দিবস)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

গোলাপ দিবস আজি পূণ্য শুভক্ষণ,
গোলাপ প্রদান করে তব প্রিয়জন।
ভালবাসা দিবসেতে গোলাপ প্রদান,
এক হয়ে থাকে সদা দুটি মন প্রাণ।

আজিকার শুভদিনে জাগে নব আশা,
প্রিয়জনে ব্যক্ত করে হৃদয়ের ভাষা।
গোলাপের বিনিময়ে ভালবাসা হয়,
এক হয়ে যায় দুটি অভিন্ন হৃদয়।

গোলাপের গন্ধ শুধু নাই আছে কাঁটা,
কাঁটাবিদ্ধ হয়ে কাটে সারা জীবনটা।
কাঁটা দেখি ক্ষান্ত কভু না হয়ো কখন,
গোলাপ প্রদানে জুড়ে দুটি ভিন্ন মন।

প্রেমের রক্ত গোলাপ হৃদয়েতে ফুটে,
কাঁটা হয়ে বিদ্ধ হয়, মরে মাথা কুটে।
সবাকার ভালবাসা ব্যর্থ নাহি হয়,
লক্ষ্মণ ভাণ্ডারী কবি কবিতায় কয়।

প্রস্তাব দিবসের কবিতা (হ্যাপি প্রপোজ ডে)
কলমে কবি লক্ষ্মণ ভাণ্ডারী


প্রস্তাব দিবস আজি সারা দেশময়,
“হ্যাপি প্রপোজ ডে” সকলেই কয়।
ভালবাসি কাছে ডাকি প্রিয়জনে তার,
গোলাপী গোলাপ করে দেয় উপহার।


না বলা প্রস্তাব যত বলে দাও আজি,
নতুন প্রস্তাবে প্রিয় হতে পারে রাজী।
হৃদয় মাঝারে রাখা নতুন অফার,
প্রিয়জনে ব্যক্ত কর সম্মুখে তাহার।


গোলাপের সুবাসেতে ব্যাকুলিত প্রাণ,
কুঞ্জে কুঞ্জে গাহে পাখি বসন্তের গান।
ভালবাসি প্রিয়জনে করে কর রাখি,
অব্যক্ত প্রস্তাব যত কহ কাছে ডাকি।


প্রস্তাব দিবস আজি, পূণ্য শুভক্ষণ,
কবিতায় লিখে কবি ভাণ্ডারী লক্ষ্মণ।