ভাইফোঁটার দিন, বোন তার ভাইকে টিকা লাগিয়ে পূজা করে, তবে টিকা দেওয়ার সময় দিকটি খেয়াল রাখতে হবে। জ্যোতিষ মতে, টিকার সময় ভাইয়ের মুখ উত্তর বা উত্তর-পশ্চিম দিকে এবং বোনের মুখ উত্তর-পূর্ব বা পূর্ব দিকে হওয়া উচিত। এছাড়াও, ভাইফোঁটার আগে অবধি বোনেদের উপবাস রাখা উচিত।
ভাইফোঁটার সময় আসন পেতে ভাইকে বসিয়ে দিন। মনে রাখবেন ভাইয়ের মুখ যেন পূর্ব দিকে থাকে। তারপর ভাইয়ের কপালে টিকা লাগান ও ভাইয়ের কলাইয়ে লাল সুতো বেঁধে দিন। এরপর প্রদীপ জ্বালিয়ে ভাইয়ের আরতি করুন এবং তাঁর দীর্ঘায়ু কামনা করুন।
ভাইফোঁটার দিন বোন ও ভাইয়েরা নিজেদের মধ্যে অশান্তি ঝামেলা এড়িয়ে চলবেন।
ভাইয়ের কাছ থেকে পাওয়া উপহারকে বোনেদের অবশ্যই সম্মান দেওয়া উচিত।
বোনেরা ভাইকে টিকা পড়াবার আগে উপোস থাকবেন।
এই দিনে ভুলেও বোন এবং ভাই কেউ কাউকে যেন মিথ্যা না বলে।
ভাইকে ফোঁটা দেওয়ার সময় বোনদের কালো কাপড় পরা উচিত নয়
ভাইফোঁটা দিবস (বিবিধ কবিতা)
কলমে কবি লক্ষ্মণ ভাণ্ডারী
ভাইফোঁটা আজি তাই ভারি ধূম পড়ে,
ভাইফোঁটা উত্সব প্রতি ঘরে ঘরে।
ভ্রাতৃ-দ্বিতীয়ার দিন পূণ্য তিথি কয়,
ঘরে ঘরে ভাইফোঁটা ভারি ধূম হয়।
সুগন্ধিত ধূপ দীপ নানা উপহার,
ভগিনীরা ফোঁটা দেয় কপালে ভ্রাতার।
আজিকার দিনে যদি বোন ফোঁটা দেয়,
সাধ্য কার ভ্রাতা তার যম কেড়ে নেয়।
ধান্য দূর্বা ফুল দিয়ে, নেয় আশীর্বাদ,
কপালেতে দিলে ফোঁটা পুরে মনোসাধ।
সুমিষ্টান্ন ফলমূল বিবিধ প্রকার,
ভগিনী প্রদান করে হস্তেতে ভ্রাতার।
সবশেষে গুঁয়াপান দেয় বিধিমতে,
সারাদিন আলাপন ভ্রাতার সহিতে।
বর্ষে বর্ষে ভাইফোঁটা আসে একবার,
ভগিনীকে দেয় ভ্রাতা, নানা উপহার।