বসন্ত বাঙালির প্রাণে নতুনত্বে প্রাণ সঞ্চার করুক এটাই হোক বসন্ত বরণের অভিপ্রায়। আসুন, আমরা সবাই নব বসন্তের রঙে রাঙিয়ে তুলি নিজেদের। সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!
নব বসন্তের আগমনী বার্তা
কলমে-কবি লক্ষ্মণ ভাণ্ডারী
বসন্তের রং লাগে
ফুলশাখে ফুলবাগে
বসন্ত এলো রে এ ধরায়,
বসন্তের আগমনে
রং লাগে দেহ মনে
তরুশাখে পাখি গীত গায়।
নব নব কিশলয়,
পত্রে পল্লবিত হয়
সুশীতল অজয়ের নীর,
রাঙাপথে দুইধারে
তালগাছ সারে সারে
মন্দগতি বহিছে সমীর।
অজয় নদীর ঘাটে
সূর্য আসি বসে পাটে
সোনালী কিরণ ঝরে জলে,
বসন্ত এলো আজি,
নব নব রূপে সাজি
বসন্ত আসিল ধরাতলে।