নব বসন্ত সবাইকে নিজের মায়ামন্ত্রে আচ্ছন্ন করে রাখে। নব বসন্ত বাঙালির প্রাণে নতুনত্বে প্রাণ সঞ্চার করুক এটাই হোক বসন্ত বরণের অভিপ্রায়। আসুন, আমরা সবাই নব বসন্তের রঙে রাঙিয়ে তুলি নিজেদের। সাথে থাকুন, পাশে রাখুন। জয়গুরু! জয়গুরু! জয়গুরু !
বসন্তের আগমনীবার্তা (সপ্তম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
বসন্ত এল রে আজি বসন্ত আসিল ।
কাননের কলি যত সকলি ফুটিল।
তরুশাখে পত্রবৃত্তে
রং লাগিল বসন্তে
পুষ্পরাশি ছন্দে ছন্দে প্রস্ফুটিত হল,
মধু আহরণ লাগি অলিরা আসিল।
বসন্ত এল রে আজি বসন্ত আসিল,
কাননের কলি যত সকলি ফুটিল।
বসন্তের কিশলয়,
পত্রে পল্লবিত হয়।
আজি তাই মনে হয়, ফাগুন আসিল,
বসন্ত এল রে আজি বসন্ত আসিল।
বসন্ত এল রে আজি বসন্ত আসিল।
কাননের কলি যত সকলি ফুটিল।
দিবসের অবসানে
হেরি পশ্চিমের পানে
রঙীন আবীর মাখি, অরুণ ডুবিল,
ঘরে ঘরে জ্বলে দীপ লক্ষ্মণ লিখিল।