ঋতুরাজ বসন্ত তার আগমনী বার্তা নিয়ে প্রকৃতির দরজায় কড়া নাড়ছে। বছর ঘুরে প্রকৃতির তার নানা পরিবর্তন পেরিয়ে আবার সেজেছে নতুন রূপে। বসন্তের আগমনে শীতের রিক্ততা ভুলিয়ে ফাগুনের আগুনে মানুষের মন আর প্রকৃতিতে লেগেছে বসন্তের ছোঁয়া। বসন্তের রঙ ও রূপে নিজেকে সাজাতে প্রকৃতি এখন মেতে উঠেছে। প্রকৃতি ধারণ করছে রূপলাবণ্যে ভরা মনোহর পরিবেশ। ফাল্গুনের আগুনে শীতের তীব্র রুক্ষতা কেটে পাতা ঝড়া বৃক্ষগুলির মাথায় দেখা দিয়েছে সবুজ পাতা, কলি ও ফুল। প্রকৃতিতে বসন্তের সাজ সাজ রব শীতের জীর্ণতা কাটিয়ে ফুলে ফুলে সজ্জিত প্রকৃতি জানান দিচ্ছে বসন্তের আগমনী বার্তা।
বসন্তের আগমনী কবিতা (ষষ্ঠ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
বসন্ত এলো রে এই ধরা পরে
গগনে উঠিল রবি,
যেদিকেতে চাই দেখিবারে পাই
বসন্তের নব ছবি।
অজয়ের কূল পলাশ শিমূল
ফুলে ফুলে আছে ভরা,
বিকশিত হয় নব কিশলয়
অপরূপ লাগে ধরা।
অজয়ের বাঁকে উড়ে ঝাঁকে ঝাঁকে
শালিকের কোলাহল,
সোনারোদ ঝরে অজয়ের চরে
সুশীতল নদীজল।
সাঁঝের আকাশে চাঁদ তারা হাসে
ফুটফুটে জোছনায়,
দিবস যামিনী অজয় তটিনী
কুলু কুলু বয়ে যায়।