বসন্তের আগমনী কবিতা (নবম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

বসন্তের রং লাগে ফুলশাখে ফুলবাগে
বসন্ত এলো রে এ ধরায়,
বসন্তের আগমনে রং লাগে দেহ মনে
তরুশাখে পাখি গীত গায়।

নব নব কিশলয়,পত্রে পল্লবিত হয়
সুশীতল অজয়ের নীর,
রাঙাপথে দুইধারে তালগাছ সারে সারে
মন্দগতি বহিছে সমীর।

অজয় নদীর ঘাটে সূর্য আসি বসে পাটে
সোনালী কিরণ ঝরে জলে,
বসন্ত এলো আজি, নব নব রূপে সাজি
বসন্ত আসিল ধরাতলে।

বসন্ত এসেছে ভাই পুলক জেগেছে তাই
ফুলকলি ফুটে বনে বনে,
অজয় বহিয়া যায় অরুণ মুখ লুকায়
চাঁদ হাসে মৃদু বসন্ত পবনে।