এসো মাগো দশভূজা ........বসন্তে বাসন্তী পূজা
বাসন্তী দেবী আবাহনী কবিতা (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
কোকিলেরা আমবনে গাহে গীত আনমনে
বসন্তে বাসন্তী পূজা হয়,
বসন্তে মাতিল ধরা অপরূপা মনোহরা
এসে গেল পূজার সময়।
দেবী মহামায়া আসে বাতাসে সৌরভ ভাসে
তরুশাখে পাখি গীত গায়,
দেবীর মন্দির মাঝে শঙ্খ ঘন্টা কাঁসি বাজে
ঢাকীরা ঢাকঢোল বাজায়।
এসো মাগো এ ধরায় পূজিব দেবী তোমায়
মা তোমায় করিব বন্দনা,
আসিছে বাসন্তী পূজা দেবীমাতা দশভূজা
শুরু হয় দেবী পূজার্চনা।
রাঙাপথে সবে চলে সকলেই দলে দলে
সীমানায় অজয়ের ঘাটে,
আজি দিবা অবসানে হেরি পশ্চিমের পানে
প্রভাতের রবি বসে পাটে।
আঁধার পূবের মাঠ নির্জন নদীর ঘাট
অজয় তটিনী বয়ে যায়।
এসো মাগো দশভূজা তোমায় করিব পূজা
লক্ষ্মণ কহিছে কবিতায়।