বাসন্তী দেবীপূজা........ শক্তির আরাধনা
মহা নবমীর পূজা (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
বাসন্তী রাম নবমী খ্যাত চরাচরে,
মর্ত্যবাসী সকলেই দেবীপূজা করে।
মন্দিরেতে পুরোহিত বসিয়া আসনে,
করিছেন মন্ত্রপাঠ ভক্তি যুক্ত মনে।
সুগন্ধি চন্দন ধূপ দীপমালা আর,
ফলমূল সুমিষ্টান্ন বিবিধ প্রকার।
দেবীর মঙ্গলঘটে শোভে আম্রশাখা,
ফুলমালা সুশোভিত আলপনা আঁকা।
ঘৃত মধু গঙ্গাজল ধান্য দূর্বা নিয়ে,
মেয়েরা শঙ্খ বাজায় উলুধ্বনি দিয়ে।
ঢাকঢোল কাঁসি বাজে দেবীর মন্দিরে,
শিশুগণ নৃত্য করে হাতে হাত ধরে।
হোমযজ্ঞ পূজাপাঠ বিধিমতে হয়,
দেবীর আশীষ লভে শক্তির তনয়।
মর্ত্যবাসী সকলেই শক্তিপূজা করে,
লিখিল লক্ষ্মণ কবি কবিতার পরে।