বসন্ত আসিল ধরায় ...... কোকিল গাহে আম্রশাখায়
নব বসন্তের কবিতামালা (নবম পর্ব)
কলমে-কবি লক্ষ্মণ ভাণ্ডারী
বসন্তের আগমনে পাখি গীত গায়,
কোকিলের কুহুতান আম্রের শাখায়।
কাননে ফুটিল ফুল ফুটে ফুল কলি,
গুঞ্জরিয়া পুঞ্জেপুঞ্জে আসে যত অলি।
ফুটিল পলাশ ফুল পলাশ শাখায়,
পলাশের শোভা হেরি নয়ন জুড়ায়।
রাঙাপথে দুইধারে ফুটেছে শিমূল,
সেইপথ গেছে চলে অজয়ের কূল।
অজয়ের দুইকূলে আছে দুইগ্রাম,
দুইজেলা বর্ধমান বীরভূম নাম।
অজয় নদীর ঘাট স্নিগ্ধ সুশীতল,
অবিরত নদীজল বহে কল কল।
বসন্তে বাসন্তী পূজা ভারি ধূমধাম,
দেবী বাসন্তী পূজায় মেতে ওঠে গ্রাম।
বাসন্তী পূজায় হয় যাত্রাপালা গান,
লিখিল কবিতা কবি লক্ষ্মণ শ্রীমান।