বসন্ত আসিল ধরায় ...... কোকিল গাহে আম্রশাখায়
নব বসন্তের কবিতামালা (অষ্টম পর্ব)
কলমে-কবি লক্ষ্মণ ভাণ্ডারী
বসন্তের আগমনে মেতে ওঠে ধরা,
কুসুমিত উপবন শোভে মনোহরা।
বসন্ত আসিল আজি হরষিত মন,
তরুশাখে পাখিসব করিছে কুজন।
বিকশিত তরুশাখে নব কিশলয়,
বসন্ত প্রভাতে স্নিগ্ধ সমীরণ বয়।
মৃদুমন্দ বহিতেছে মলয় বাতাস,
পলাশের বনে বনে ফুটিল পলাশ।
শাখে শাখে প্রস্ফুটিত পলাশের ফুল,
শিমূলের বনে বনে ফুটেছে শিমূল।
রাধাচূড়া, কৃষ্ণচূড়া, রঙের বাহার,
গুঞ্জরিয়া আসে অলি ভ্রমে চারিধার।
অজয় নদীর বাঁকে শালবন আছে,
মাথার খোঁপায় ফুল রমণীরা নাচে।
বসন্তের আগমনে পুলকিত মন,
কবিতা লিখিল কবি শ্রীমান লক্ষ্মণ।