বসন্ত আসিল ধরায় ....... কোকিল গাহে আম্রশাখায়
নব বসন্তের কবিতামালা (সপ্তম পর্ব)
কলমে-কবি লক্ষ্মণ ভাণ্ডারী

বসন্ত আসিল যবে বসুধার মাঝে,
ফুটিল কুসুম কত নব নব সাজে।
আম্রের শাখায় কত ধরেছে মুকুল,
শিমূলের বনে বনে ফুটিল শিমূল।

গাঁয়ের পথের ধারে পলাশের বন,
পলাশ কুসুম হেরি ভরে ওঠে মন।
ফুটিল গোলাপ জুঁই ফুল মনলোভা,
রাধাচূ়ড়া, কৃষ্ণচূড়া অপরূপ শোভা।

বসন্তের আগমনে কুসুম কাননে,
গুঞ্জরিয়া আসে অলি মধু আহরণে।
বসন্ত প্রভাতে স্নিগ্ধ সমীরণ বয়,
তরুশাখে বিকশিত নব কিশলয়।

অজয়ের তটভূমি স্নিগ্ধ সুশীতল,
নদীজল কুলু কুলু বহে অবিরল।
অজয় নদীর কবি কাব্যের কাণ্ডারী,
কবিতা লিখিল কবি লক্ষ্মণ ভাণ্ডারী।