বসন্ত আসিল ধরায় .......কোকিল গাহে আম্রশাখায়
নব বসন্তের কবিতামালা (ষষ্ঠ পর্ব)
কলমে-কবি লক্ষ্মণ ভাণ্ডারী
বসন্ত আসিল যবে বহে সমীরণ,
গগনে অরুণ রবি ছড়ায় কিরণ।
ফুটিল শিমূল ফুল লোহিত বরণ,
পলাশের রূপ হেরি হরষিত মন।
কাননে কুসুম কলি ফুটিল সকল,
মধু আহরণ তরে আসে অলিদল।
হদয়ে জাগিল নেশা সুবাসিত গন্ধে,
মধুকর মধু খেয়ে নাচিছে আনন্দে।
বসন্তে কোকিল গাহে আম্রের কাননে,
কোকিলের কুহুতানে নেশা জাগে মনে।
আদিবাসী নেশা করে মাদল বাজায়,
রমণীরা তালে তালে নাচে আর গায়।
অজয় নদীর ঘাটে গাঁয়ের বধূরা,
জল নিতে আসে সবে রাঙাশাড়ি পরা।
স্নান সেরে বধূ সবে জল নিয়ে যায়,
লিখিল লক্ষ্মণ কবি তার কবিতায়।