বসন্ত আসিল ধরায় .......কোকিল গাহে আম্রশাখায়
নব বসন্তের কবিতামালা (পঞ্চম পর্ব)
কলমে-কবি লক্ষ্মণ ভাণ্ডারী
ধরায় বসন্তকাল আসিল যখন,
কোকিলের কুহুতানে ভরে উঠে মন।
আম্র মুকুলের গন্ধে সুরভিত হয়,
বসন্ত প্রভাতে মন্দ সমীরণ বয়।
আসিল বসন্তকাল ফুল ফুটে বনে,
পলাশের ফুল ফুটে পলাশ কাননে।
শিমূলের বনে বনে শিমূল ফুটিল,
বসন্ত পবনে ফুল মাটিতে ঝরিল।
প্রভাতে অরুণ রবি ছড়ায় কিরণ,
তরুশাখে বিহগের মধুর মিলন।
কাননে কুসুম কলি ফুটিল সকলি,
মধু আহরণ তরে আসে যত অলি।
অজয় নদীর ঘাট স্নিগ্ধ সুশীতল,
কুলু কুলু বয়ে চলে অজয়ের জল।
কুঞ্জেকুঞ্জে গাহে পাখি হরষিত মন,
কবিতা লিখিল কবি ভাণ্ডারী লক্ষ্মণ।