বসন্ত আসিল ধরায় .......কোকিল গাহে আম্রশাখায়
নব বসন্তের কবিতামালা (তৃতীয় পর্ব)
কলমে-কবি লক্ষ্মণ ভাণ্ডারী
আসিল ফাল্গুন মাস বসন্ত পবনে,
ফুলের সৌরভ ভাসে কুসুম কাননে।
গুঞ্জরিয়া অলি আসে ফুলে মধু খায়,
ফুলের উপরে কেহ কভুবা ঘুমায়।
বসন্ত আসিল সখী বসন্ত আসিল,
কাননে কুসুম সব সকলি ফুটিল।
ফুটিল গোলাপ জুঁই ফুটিল বকুল,
শিমূলের বনে বনে ফুটিল শিমূল।
পলাশের বনে বনে ফুটিল পলাশ,
মৃদু মন্দ বহিতেছে মলয় বাতাস।
বসন্তের আগমনে আম্রের শাখায়,
কোকিলেরা কুহুতানে সুরে গীত গায়।
গ্রাম সীমানায় দেখি বহিছে অজয়,
মাথায় বোঝাই লয়ে যাত্রী পার হয়।
রাখাল গরুর পাল নিয়ে মাঠে যায়,
লিখিল লক্ষ্মণ কবি তার কবিতায়।