নব বসন্তের গান ....... কোকিলের কুহুতান
বসন্তের কবিতাগুচ্ছ (নবম পর্ব)
কলমে-কবি লক্ষ্মণ ভাণ্ডারী
বসন্তের রং লাগে হৃদয়ে পুলক জাগে
কাননে ফুটিল ফুলকলি,
নব বসন্ত বাতাসে ফুলের সৌরভ ভাসে
গুঞ্জরিয়া আসে যত অলি।
শুনি বসন্তের গান কোকিলের কুহুতান
আম্রশাখে আম্রের মুকুল,
গ্রাম সীমানার কাছে পলাশ শিমূল গাছে
ফুটে ফুল পলাশ শিমূল।
নদীর ঘাটের কাছে তরীখানি বাঁধা আছে
কুলু কুলু বহিছে অজয়,
অজয় নদীর বাঁকে পিয়ালের বন থাকে
মৃদু মন্দ সমীরণ বয়।
অজয়ের নদীচরে বেলা যেই আসে পড়ে
দিবা শেষে লুকায় তপন,
সাঁঝের আঁধার নামে দীপ জ্বলে দূর গ্রামে
লিখে কবি ভাণ্ডারী লক্ষ্মণ।