নব বসন্তের গান ....... কোকিলের কুহুতান
বসন্তের কবিতাগুচ্ছ (অষ্টম পর্ব)
কলমে-কবি লক্ষ্মণ ভাণ্ডারী
আজি বসন্ত প্রভাতে বিহগ বিহগী সাথে
তরুশাখে মধুর মিলন,
ফুলশাখে ফুল ফুটে বসন্তের রবি উঠে
সোনা রবি ছড়ায় করিণ।
নতুন প্রভাত হয় বসন্ত পবন বয়
ফুলশাখে ফুলকলি ফোটে,
গাঁয়ের রাখালভাই গরু নিয়ে গোঠে যায়
গরুমোষ চরে গোঠে গোঠে।
বসি আম্রের শাখায় বসন্তে কোকিল গায়
কুহুস্বরে ওঠে মন ভরে,
কাঁখেতে কলসী নিয়ে মাথায় ঘোমটা দিয়ে
জল নিয়ে বধূ চলে ঘরে।
বসন্তের আগমনে পলাশের বনে বনে
ফুটিল লাল পলাশ ফুল,
শাল্মলী তরুর শাখে বনটিয়া বসি ডাকে
রাশি রাশি ফুটিল শিমূল।
সকাল দুপুর হলে অজয়ের নদীজলে
গাঁয়ের বধূরা করে স্নান,
দিনশেষে রাতি হয় অজয় তটিনী বয়
লিখে কবি লক্ষ্মণ শ্রীমান।