নব বসন্তের গান ....... কোকিলের কুহুতান
বসন্তের কবিতাগুচ্ছ (ষষ্ঠ পর্ব)
কলমে-কবি লক্ষ্মণ ভাণ্ডারী
আজি বসন্ত প্রভাতে বিহগ বিহগী সাথে
তরুশাখে মধুর মিলন,
ফুলশাখে ফুল ফুটে বসন্তের রবি উঠে
সোনা রবি ছড়ায় করিণ।
কোকিলেরা আম্রশাখে বসি কুহু কুহু ডাকে
শুনি কোকিলের কুহুতান,
শাল পিয়ালের বনে যত আদিবাসীগণে
মাদল বাজিয়ে গায় গান।
খোঁপায় পলাশ ফুল কানেতে রূপোর দুল
সাঁওতালী রমণীরা নাচে,
বসন্তের রং লাগে মহুয়ার নেশা জাগে
অজয় নদীর ঘাট কাছে।
অজয় নদীর ঘাটে অলস দুপুর কাটে
অবশেষে পড়ে আসে বেলা,
লক্ষ্মণ ভাণ্ডারী কয় দিবা অবসান হয়
সাঙ্গ হয় দিবসের খেলা।
https://www.youtube.com/watch?v=hOX9ukq1ZLw
কণ্ঠে- সমীরণ রাউত
https://www.youtube.com/watch?v=IWk5Q_CfmGc
কণ্ঠে- পৃথা ঘোষ
https://www.youtube.com/watch?v=zRTPXig7OvA
কণ্ঠে- তনিমা ভট্টাচার্য
https://www.youtube.com/watch?v=tnk-W9pNOD4
কণ্ঠে- বিভান রায়