নব বসন্তের গান ....... কোকিলের কুহুতান
বসন্তের কবিতাগুচ্ছ (পঞ্চম পর্ব)
কলমে-কবি লক্ষ্মণ ভাণ্ডারী
বসন্ত আসিল আজি পল্লবিত তরুরাজি
তরুশাখে নব কিশলয়,
প্রভাতে উঠিল রবি গগনেতে লাল ছবি
মৃদুমন্দ সমীরণ বয়।
ফুটিল কুসুম কলি গুঞ্জরিয়া আসে অলি
ফুটে কত পলাশ শিমূল,
শুনি বসন্তের গান কোকিলের কুহুতান
আম্রশাখে ধরেছে মুকুল।
গাঁয়ের পথের বাঁকে উড়ে বক ঝাঁকে ঝাঁকে
দূরে কাঁকনতলার মাঠ,
রাঙাপথে দুই ধারে তালগাছ সারে সারে
সোজাপথে অজয়ের ঘাট।
অজয় নদীর ঘাটে সূর্য যবে বসে পাটে
নদীজলে কিরণ ছড়ায়,
লুকায় দিনের রবি দেখিয়া লক্ষ্মণ কবি
লিখে কবি তার কবিতায়।