নব বসন্তের গান ....... কোকিলের কুহুতান
বসন্তের কবিতাগুচ্ছ (চতুর্থ পর্ব)
কলমে-কবি লক্ষ্মণ ভাণ্ডারী

শুনি বসন্তের গান কোকিলের কুহুতান
আম্রশাখে কোকিলেরা ডাকে,
বসন্তের আগমনে ফুল ফুটে বনে বনে
তাল খেজুরের সারি পথবাঁকে।

পূরবে উঠিল রবি বসন্তের নব ছবি
সোনা রোদ ঝরে আঙিনায়,
গ্রাম সীমানার কাছে আম্রের কানন আছে
পথিকেরা বসে তরুছায়।

ফুল ফুটে ফুল বনে ধেয়ে আসে অলিগণে
মধু খায় বসি ফুলে ফুলে,
ফুটেছে পলাশ ফুল শোভিত লাল শিমূল
অজয় নদীর দুই কূলে।

নদীর ঘাটের কাছে তরীখানি বাঁধা আছে
কবি লক্ষ্মণ ভাণ্ডারী কয়,
রাতি কাটে ভোর হয় শীতল সমীর বয়
বয়ে চলে তটিনী অজয়।