নব বসন্তের গান ....... কোকিলের কুহুতান
বসন্তের কবিতাগুচ্ছ (দশম পর্ব)
কলমে-কবি লক্ষ্মণ ভাণ্ডারী

পুষ্পে পুষ্পে ভরা শাখী কোকিল উঠিল ডাকি
নব বসন্তের আগমনে,
ফুটিল ফুলের কলি গুঞ্জরিয়া আসে অলি
ফুলশাখে ফুল ফুটে বনে।

রাঙাপথে দুইধারে তালগাছ সারে সারে
আম জাম পলাশ শিমূল,
পলাশ শিমূল বনে বসন্তের আগমনে
ফুটে শিমূল পলাশ ফুল।

কাঁখেতে কলসী রাখি ঘোমটায় মুখ ঢাকি
রাঙাবধূ জল নিয়ে যায়,
গাঁয়ের পথের বাঁকে মহুলের বন থাকে
বনে কারা মাদল বাজায়।

অজয়ের নদীচরে বেলা যেই আসে পড়ে
দিবা শেষে লুকায় তপন,
সাঁঝের আঁধার নামে দীপ জ্বলে দূর গ্রামে
লিখে কবি ভাণ্ডারী লক্ষ্মণ।