শুনি বসন্তের গান....... কোকিলের কুহুতান
বসন্তের আগমনী কবিতা (অষ্টম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
বসন্তের রং লাগে হৃদয়ে পুলক জাগে
নব বসন্তের আগমনে,
গাঁয়ের পথের বাঁকে মুকুলিত তরুশাখে
ডাকে কোকিল আম্রকাননে।
গগনে উঠিল রবি বসন্তের নব ছবি
পাখিসব করিছে কূজন,
কাননে ফুটিল কলি আসে ধেয়ে যত অলি
ফুলে মধু করে আহরণ।
বসন্তে পলাশ ফুল ফুটিল কত শিমূল
প্রকৃতির শোভা মনোহর,
গাঁয়ের পথের বাঁকে মহুলের বন থাকে
দূরে হেরি অজয়ের চর।
অজয় নদীর চরে সোনালী আলোক ঝরে
নদী পার হয় যাত্রীগণ,
পার হয় গরুগাড়ি দূরগাঁয়ে দেয় পাড়ি
লিখে কবি শ্রীমান লক্ষ্মণ।