শুনি বসন্তের গান....... কোকিলের কুহুতান
বসন্তের আগমনী কবিতা (সপ্তম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
বসন্ত আসিল আজি বিকশিত তরুরাজি
তরুশাখে নব কিশলয়,
মুকুলিত আম্রশাখে বসন্তে কোকিল ডাকে
পুলকিত সবার হৃদয়।
গ্রাম সীমানার কাছে পলাশের বন আছে
ভরে আছে পলাশের ফুলে,
ফুটেছে শিমূল কত ঝরে পড়ে অবিরত
মাটি পরে তার তরুমূলে।
অজয় নদীর ঘাট রবিবারে বসে হাট
দোকানিরা দোকান সাজায়,
কেহ বেচে কেহ কিনে, বেচা কেনা করে দিনে
সাঁঝ হলে হাট ভেঙে যায়।
দীপ জ্বলে দূরে গ্রামে রাতের আঁধার নামে
লিখে কবি কাব্যের কাণ্ডারী,
শীতল সমীর বয় রাত কাটে ভোর হয়
কহে কবি লক্ষ্মণ ভাণ্ডারী।