শুনি বসন্তের গান....... কোকিলের কুহুতান
বসন্তের আগমনী কবিতা (ষষ্ঠ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
বসন্ত আসিল যবে পাখিদের কলরবে
পুলকিত সবাকার প্রাণ,
হৃদয়ে পুলক জাগে বসন্তের রং লাগে
শুনি নব বসন্তের গান।
বসন্ত প্রভাতে রবি মনে হয় যেন ছবি
সোনালী কিরণে রবি হাসে,
বধূ রাঙা শাড়ি পরে চলে রাঙাপথ ধরে
নদীঘাটে জল নিতে আসে।
অজয়ের নদীবাঁকে পলাশের বন থাকে
রাশি রাশি ফুটেছে পলাশ,
অজস্র শিমূল ঝরে তরুমূলে মাটি পরে
বহে যবে বসন্ত বাতাস।
সাঁঝের আঁধার নামে জ্বলে দীপ দূর গ্রামে
ভেসে আসে শঙ্খের ঝঙ্কার,
রাতি কাটে ঊষা হয় লক্ষ্মণ ভাণ্ডারী কয়
লিখে কবি কবিতায় তার।