শুনি বসন্তের গান....... কোকিলের কুহুতান
বসন্তের আগমনী কবিতা (পঞ্চম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
বসন্ত আসিল তাই শীতের কুয়াশা নাই
শুনি নব বসন্তের গান,
বসন্তে আম্র শাখায় বসন্তের দূত গায়
জাগিয়া উঠিল মম প্রাণ।
পূবদিকে রবি উঠে কাননে কুসুম ফুটে
সোনা রোদ করে ঝলমল,
রাঙাপাড় শাড়ি পরে গাঁয়ে রাঙাপথ ধরে
বধূসব নিতে আসে জল।
গাঁয়ের পথের বাঁকে পলাশের শাখে শাখে
ফুটে আছে পলাশের ফুল,
বসন্তের আগমনে শিমূলের বনে বনে
ঝরে পড়ে অজস্র শিমূল।
অজয় নদীর ঘাটে তপন বসিল পাটে
নদীঘাটে নামিল আঁধার,
লিখে কবি শ্রীলক্ষ্মণ বসন্তের আগমন
লিখে কবি কবিতায় তার।