শুনি বসন্তের গান....... কোকিলের কুহুতান
বসন্তের আগমনী কবিতা (চতুর্থ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
বসন্ত আসিল আজি নব কিশলয় রাজি
আন্দোলিত বসন্ত পবনে,
ফুলবনে ফুটে ফুল গোলাপ জুঁই বকুল
নব বসন্তের আগমনে।
রাঙাপথে তরুশাখে কিচিমিচি পাখি ডাকে
সোনা রবি ছড়ায় কিরণ,
বসন্তের রং লাগে হৃদয়ে পুলক জাগে
মৃদু মন্দ বহে সমীরণ।
শাড়ি পরা রাঙাবধূ জল নিতে আসে শুধু
নদীঘাটে গ্রাম হতে দূরে,
মুকুলিত আম্রশাখে বসন্তে কোকিল ডাকে
বাজে বাঁশি রাখালিয়া সুরে।
ছাড়িয়া পূবের মাঠ অজয়ের নদীঘাট
দূরে শিমূল পলাশ বন,
ফুটিল পলাশ ফুল ফুটে অজস্র শিমূল
লিখে কবি ভাণ্ডারী লক্ষ্মণ।