শুনি বসন্তের গান....... কোকিলের কুহুতান
বসন্তের আগমনী কবিতা (দশম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
বসন্তে বসুধা মাঝে অপরূপ নব সাজে
বসন্তের আগমন হয়,
মুকুলিত আম্রশাাখে বসন্তে কোকিল ডাকে
তরুশাখে নব কিশলয়।
ফুলবনে ফুটে কলি গুঞ্জরিয়া আসে অলি
ফুলে মধু করে আহরণ,
রাধাচূড়া কৃষ্ণচূড়া অপরূপা মনোহরা
শোভা হেরি হরষিত মন।
গ্রাম সীমানার কাছে পলাশের বন আছে
ফুটে কত পলাশের ফুল,
গাঁয়ের পথের বাঁকে শিমূলের তরুশাখে
রাশি রাশি ফুটেছে শিমূল।
বসন্তের রং লাগে হৃদয়ে পুলক জাগে
দোলের সময় এল কাছে,
লক্ষ্মণ ভাণ্ডারী কয় দোলে রং দিতে হয়
খুশিতে হৃদয় তাই নাচে।