বসন্তের আগমনীবার্তা (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
শীত ঋতু শেষে নবীনের বেশে
বসন্তের আগমন,
পূর্বে রবি উঠে ফুল কলি ফুটে
কুসুমিত উপবন।
শীত নাহি আর বসুধা মাঝার
হেসে উঠে বসুন্ধরা,
বসন্ত এলো রে ধরণীর পরে
অপরূপা মনোহরা।
দূর গ্রাম হতে ছুটে রাঙাপথে
সারি সারি গরুগাড়ি,
নদী পার হয়ে যাত্রীদের লয়ে
দূর গ্রামে দেয় পাড়ি।
বসন্তে আজিকে লাল রং মেখে
পলাশের বন জাগে,
আদিবাসী দল বাজায় মাদল
মহুয়ার নেশা লাগে।
অজয়ের চরে সোনা রোদ ঝরে
যাত্রী পার হয়ে যায়,
লিখিল লক্ষ্মণ পড়ে সর্বজন
বসন্তের কবিতায়।