আষাঢ়ে বাদল নামে আমাদের এই গ্রামে
বর্ষার কবিতামালা (নবম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
আষাঢ়ে বাদল নামে মুষল ধারায়,
চাষীরা লাঙল লয়ে সবে মাঠে যায়।
চাষীবৌ মাথায় ছানি ধান পুঁতে মাঠে,
চাষীভাই চাষ করে সারাদিন কাটে।
আকাশেতে কাল মেঘ করিছে গর্জন,
সারাদিন সারারাত প্রবল বর্ষণ।
বিজুলি চমকি উঠে আকাশের গায়,
আষাঢ়ে বাদল ঝরে অঝোর ধারায়।
নদী মাঠ খাল বিল জলে জলাময়,
জলে জলে ভরে গেছে দিঘি জলাশয়।
নয়ন দিঘির ঘাট ডুবে গেছে জলে,
মরাল মরালী জলে মাতে কোলাহলে।
অজয়ের প্লাবনেতে ভাসে বাড়িঘর,
বটগাছ পড়ে ভেঙে জলের উপর।
খেয়া পারাপার বন্ধ নাহিক কাণ্ডারী,
লিখিল কবিতা কবি লক্ষ্মণ ভাণ্ডারী।