আষাঢ়ে বাদল নামে আমাদের এই গ্রামে
বর্ষার কবিতামালা (অষ্টম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
নামিল বাদল ধারা আষাঢ়ের মাসে,
নদী মাঠ খাল বিল সব জলে ভাসে।
আষাঢ়ে বাদল নামে মুষল ধারায়,
বিজুলি চমকি উঠে আকাশের গায়।
নদীবাঁধ ভেঙে গেছে গ্রামে ঢুকে জল,
পাখিদের কলরব জন কোলাহল।
দুরন্ত ঝটিকা বয় ভেঙে পড়ে গাছ,
ঘোলা জলে কেহ কেহ ধরে রুই মাছ।
নীড় হারা পাখি নীড় খুঁজিয়া বেড়ায়,
ঘোলাজলে ছানাগুলি জলে ভেসে যায়।
আষাঢ়ে বাদলধারা ঝরে দিনরাত,
গাছের উপরে দেখি হয় বজ্রপাত।
আষাঢ়ে বাদল নামে প্রবল বর্ষণ,
নদীতে প্রবল ঢেউ জলের গর্জন।
অজয়ের প্লাবনেতে বাড়ি ভেসে যায়,
লিখিল লক্ষ্মণ কবি তার কবিতায়।