আষাঢ়ে বাদল নামে আমাদের এই গ্রামে
বর্ষার কবিতামালা (সপ্তম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

জল ঝরে জল ঝরে সারা দিনরাত,
অবিরাম বৃষ্টি ঝরে হয় বজ্রপাত।
গুরু গুরু ডাক ছাড়ে ঘন কালমেঘ,
বৃষ্টি পড়ে সাথে বাড়ে বাতাসের বেগ।

আষাঢ়ে বাদল নামে ঘন বরষায়,
জলে ভিজে চাষীভাই লাঙল চালায়।
মাথায় বাঁশের ছাতা গাঁয়ের রাখাল,
জলকাদা পথে চলে নিয়ে গরুপাল।

নয়ন দিঘির ঘাট ডুবে গেছে জলে,
রাঙীগাই ভিজে দেখি অশ্বত্থের তলে।
বিদ্যুৎ চমকি উঠে অম্বরে অম্বরে,
কোথা যেন বাজ পড়ে কড় কড় করে।

অজয়ের নদীঘাটে দারুণ প্লাবন,
নদী জলে ঢেউ উঠে ভীষণ গর্জন।
তরীখানি ঘাটে বাঁধা নাহিক কাণ্ডারী,
কবিতা লিখিল কবি লক্ষ্মণ ভাণ্ডারী।