আষাঢ়ে বাদল নামে আমাদের এই গ্রামে
বর্ষার কবিতামালা (পঞ্চম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
আষাঢ়ে বাদল ঝরে মুষল ধারায়,
খাল বিল নদী মাঠ জলে ভরে যায়।
টুপুর টাপুর বৃষ্টি ঝরে অবিরাম,
সারাদিন বারি ঝরে নাহিক বিরাম।
রাস্তায় বহিছে দেখি একহাঁটু জল,
ঘোলাজলে হাঁসগুলি করে কোলাহল।
ছাতাটি মাথায় দিয়ে চলে দাশু রায়,
সারাদিন বৃষ্টি পড়ে অঝোর ধারায়।
জল নিয়ে রাঙাবধূ আসে নিজ ঘরে,
কলসীতে জল নিয়ে রাঙাপথ ধরে।
দিঘিজলে হাঁসগুলি কাটিছে সাঁতার,
কচুরি পানায় ঢেকে আছে চারিধার।
অজয়ের নদী কুলে কেহ নাহি আজি,
নৌকাখানি কূলে বাঁধি চলে গেছে মাঝি।
নদীতে প্রবল ঢেউ বহিছে প্লাবন,
লিখিল কবিতামালা শ্রীমান লক্ষ্মণ।