আষাঢ়ে বাদল নামে আমাদের এই গ্রামে
বর্ষার কবিতামালা (চতুর্থ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
আষাঢ়ে বাদল ধারা নামিল যখন,
মুষল ধারায় হয় প্রবল বর্ষণ।
মেঘ ডাকে কড় কড় ঘন কালো মেঘে,
পথে ঘাটে জলধারা বহিছে সবেগে।
জল ঝরে অবিরাম সারাদিন ধরে,
মেঘ ডাকে ঘন ঘন কড় কড় করে।
নদীবাঁধ ভেঙে গেছে জল ঢুকে গাঁয়ে,
এক হাঁটু জল বহে বাঁশবন বাঁয়ে।
দিঘিজলে হাঁসগুলি কাটিছে সাঁতার,
কচুরি পানায় ছেয়ে গেছে চারিধার।
দিঘি পাড়ে ভিজিতেছে দেখি রাঙী গাই,
গিয়েছে হারিয়ে তার বাছুরীটি নাই।
অজয়ের নদীকূলে কেহ নাহি আজি,
নৌকা নদীকূলে রাখি চলে গেছে মাঝি।
নদীজলে ঢেউ উঠে প্রবল প্লাবন,
কবিতা লিখিল কবি শ্রীমান লক্ষ্মণ।