আষাঢ়ে বাদল নামে আমাদের এই গ্রামে
বর্ষার কবিতামালা (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
আষাঢ়ে বাদল নামে বারিধারা ঝরে,
জলাশয়, পুষ্করিনী সব যায় ভরে।
পথে ঘাটে জল কাদা হয়েছে পিছল,
ডোবাজলে ব্যাঙগুলি করে কোলাহল।
আকাশেতে কৃষ্ণ মেঘ ঘন ডাক ছাড়ে,
বিদ্যুৎ ঝলসি উঠে আকাশের পাড়ে।
অঝোর ধারায় বৃষ্টি ঝরে অবিরাম,
সারাদিন বারি ঝরে নাহিক বিরাম।
ছাতা লয়ে মাঠে চলে গাঁয়ের রাখাল,
জল কাদা রাস্তা দিয়ে নিয়ে গরুপাল।
দিঘিপাড়ে ভিজে দেখি একা রাঙীগাই,
হারিয়ে গিয়েছে তার বাছুরীটি নাই।
অজয়ের নদীঘাটে আসে যাত্রীদল,
নদীজলে ঢেউ উঠে বড়ই প্রবল।
যাত্রীরা নৌকায় চড়ি পার হয়ে যায়,
লিখিল লক্ষ্মণ কবি তার কবিতায়।