আষাঢ়ে বাদল নামে আমাদের এই গ্রামে
বর্ষার কবিতামালা (দ্বিতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
অবিরাম জল ঝরে মুষল ধারায়,
পথঘাট নদী মাঠ জলে ভরে যায়।
আষাঢ়ে বাদল নামে নদীতে প্লাবন,
ঝমাঝম বৃষ্টি নামে প্রবল বর্ষণ।
আষাঢ়ে বাদল নামে নদী যায় ভরে,
বাঁধ ভেঙে নদীজল গাঁয়ে ঢুকে পড়ে।
অবিরাম বৃষ্টি ঝরে অঝোর ধারায়,
খড় পাতা গাছপালা জলে ভেসে যায়।
ছাতা হাতে অবিনাশ চলে রাঙাপথে,
ভিজে ভিজে চাষীভাই আসে মাঠ হতে।
মাথায় বাঁশের ছানি চলিছে রাখাল,
কাদা পথে হেঁটে চলে নিয়ে গরুপাল।
রাঙাবধূ ঘোমটায় মুখখানি ঢেকে,
কলসীতে জল নিয়ে আসে দিঘি থেকে।
দিঘিঘাট ঢেকে গেছে কচুরি পানায়,
মরাল মরালী জলে ভেসে ভেসে যায়।
অজয়ের প্লাবনেতে ভাসে বাড়িঘর,
অবিরাম বৃষ্টি ঝরে ঝর ঝর ঝর।
আষাঢ়ে বাদল নামে নদীতে প্লাবন,
আষাঢ়ের কাব্য লিখে ভাণ্ডারী লক্ষ্মণ।