আষাঢ়ে বাদল নামে আমাদের এই গ্রামে
বর্ষার কবিতামালা (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

আষাঢ়ে বাদল নামে খাল বিল ভরে,
ঝমাঝম বৃষ্টি ঝরে সারাদিন ধরে।
রাস্তায় জমেছে জল হয়ে গেছে ডোবা,
ব্যাঙেরা সাঁতার কাটে অপরূপ শোভা।

পথে ঘাটে জল জমে হয়েছে পিছল,
গুরু গুরু কাল মেঘ ডাকে অবিরল।
বিদ্যুৎ ঝলসি উঠে আকাশের কোণে,
খাল বিল ভরে যায় প্রবল বর্ষণে।

শান বাঁধা দিঘিঘাট ডুবে গেছে জলে,
হাঁসগুলি তার জলে মাতে কোলাহলে।
পাড়ে তার গাভী এক ভিজিছে দাঁড়িয়ে,
হাম্বা হাম্বা ডাক ছাড়ে বাছুরী হারিয়ে।

অজয়ের নদীঘাট জনহীন আজি,
নৌকাখানি বেঁধে ঘাটে চলে গেছে মাঝি।
আষাঢ়ে বাদল নামে মেঘের গর্জন,
কবিতা লিখিল কবি শ্রীমান লক্ষ্মণ।