আষাঢ়ে বাদল নামে আমাদের এই গ্রামে
বর্ষার কবিতামালা (দশম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
আষাঢ়ের বৃষ্টি নামে মুষল ধারায়,
মেঘ ডাকে কড় কড় শব্দ শোনা যায়।
ঘনমেঘে ঝলসিয়া উঠিছে বিজুলি,
দিঘিজলে ব্যাঙগুলি ডাকে সুর তুলি।
রাঙাপথে দুইধারে জমে আছে জল,
জল জমে পথঘাট হয়েছে পিছল।
রাখাল গরুর পাল নিয়ে যায় মাঠে,
মাঠে চাষী করে চাষ সারাদিন কাটে।
উঠোনে বেড়ার ধারে ভিজে রাঙীগাই,
বাছুরী গোয়ালে বাঁধা কাছে তার নাই।
ভিজে ভিজে জল নিয়ে রাঙাবধূ আসে,
জলকাদা পথে হাঁটে বাঁশবন পাশে।
অজয় নদীর জলে দুরন্ত প্লাবন,
ফুঁসিছে অজয় নদী করিছে গর্জন।
অজয়ের প্লাবনেতে দুকূল ভাসায়,
লিখিল লক্ষ্মণ কবি তার কবিতায়।